You are here
Home > সারা বাংলা > জেলার খবর > যুবলীগের ৭ম কংগ্রের সাজ সজ্জা উপ-কমিটির সদস্য হলেন রিপন সরকার

যুবলীগের ৭ম কংগ্রের সাজ সজ্জা উপ-কমিটির সদস্য হলেন রিপন সরকার

ইমন খানঃ

মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ আকম মোজাম্মেল হক এমপি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটির মাননীয় মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম এর বিশ্বস্ত সহচর ও সাবেক ছাত্রনেতা নগরের কাশিমপুর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ রিপন সরকার কে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম কংগ্রেসের সাজ সজ্জা উপ-কমিটির সদস্য মনোনীত করা হয়। আগামী ২৩ শে নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের মাধ্যমে যুবলীগের আগামী দিনের নেতৃত্ব বেড়িয়ে আসবে।  সেই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে সম্মেলন প্রস্তুতি কমিটি। যুবলীগের এই দুর্দিনে মোঃ রিপন সরকার কে ঐ কমিটির সদস্য মনোনীত করায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ আকম মোজাম্মেল হক এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটির মাননীয় মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম এবং যুবলীগের প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ চয়ন ইসলাম ও সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ কে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Top