যুবলীগের শান্ত বাবু'র ব্যাতিক্রম আয়োজন জেলার খবর ডিসেম্বর ১৬, ২০১৯ডিসেম্বর ১৭, ২০১৯1 গাজীপুর প্রতিনিধিঃ এবারই প্রথম ব্যতিক্রম আয়োজন করে সবাইকে চমকে দিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক ও আগামী দিনে যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সুমন আহমেদ শান্ত বাবু। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনের প্রথম প্রহরে গাজীপুর সৃতিশোধে শত শত নেতাকর্মী নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর এক বন্যাট্য আয়োজনে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান নগরের ৪০ নং ওয়ার্ডে মেঘডুবি আর্দশ উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে মহানগরের বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীরা ঐ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। এতে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জাতীয় চারনেতা ও জননেত্রী শেখ হাসিনার ছবি বা উন্নয়ন মুলক তুলে ধরা হয়। যাচাই বাচাই শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনীর মাধ্যমে শেষ হয়।সাবেক পুবাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও এই থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী বেলায়েত হোসেন মোল্লা,আলোচনা সভার সভাপতিত্ব করেন সুমন আহমেদ শান্ত বাবু। এতে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজিজুর রহমান শিরিষ, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোঃ মাসুদুল হাসান বিল্লাল, আওয়ামী লীগ নেতা সোলেমান মোল্লা ও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় অাছেন,আপনাদের গায়ের সন্তান,গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ রাজিবুল হাসান রাজিব প্রমূখ। সভাপতির বক্তব্যে শান্ত বাবু বলেন,গাজীপুরে যুবলীগ কোনদিন এরকম কোন অনুষ্ঠান করছে কিনা আমার জানা নাই। তিনি আরো বলেন,পরবর্তী সময়ে এর চেয়ে আরো ভালো পরিসরে করা হবে। শান্ত বাবু বলেন,জাতির জনকের নির্দেশে ও শেখ ফজলুল হক মনির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কে শক্তিশালী করতে আমরা গাজীপুর মহানগর যুবলীগ অন্য যে কোন সময়ের চাইতে শক্তিশালী। তাই বর্তমানে কেন্দ্রীয় ভাবে যে কমিটি আমাদের মাঝে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা তার সুনাম আমরা অক্ষন্ন রাখবো। সন্ত্রাস,জঙ্গিবাদ,চাদাবাজ মুক্ত যুবলীগ আমরাই উপহার দিবো। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com