You are here
Home > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল নৌমহড়ায় ভারত, চিন্তিত চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল নৌমহড়ায় ভারত, চিন্তিত চীন

অনলাইন ডেস্কঃ ভারত-চীন সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়ায় নামছে ভারত। আগামী সোমবার থেকে ভারত মহসাগরে শুরু হচ্ছে আমেরিকার সঙ্গে ভারতের সামরিক মহড়া। বিশাল এই মহড়ায় অংশ নিচ্ছে জাপানও।

জানা গেছে, ইতোমধ্যে আমেরিকা এবং জাপানের একাধিক যুদ্ধজাহাজ আসতে চলেছে ভারত মহাসাগরে। বিশাল এই নৌমহড়া নিয়ে চিন্তার ভাজ পড়েছে চীনের। শুধু তাই নয়, চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই মহড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯২ সালে শুরু হয় এই মালাবার মহড়া। প্রথমে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এই মহড়ায় অংশ নিত। ২০১৪ থেকে মহড়ায় যোগ দিয়েছে জাপান। বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছেই ভারত মহাসাগরে এই মহড়া হয়। দক্ষিণ চীন সাগরকে তাদের অধিকারভূক্ত বলে দাবি করে চিন। ফলে, বিশাল এই নৌমহড়া নিয়ে বেশ চিন্তাতেই থাকে চিন। তবে ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যে এই মহড়ায় আরও চিন্তা বেড়েছে বেইজিংয়ের।

মালাবার মহড়ায় অংশ নেমে ১২ টিরও বেশি যুদ্ধ জাহাজ , ডুবোজাহাজ ও বিমান। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে সম্ভাব্য টহলদারি সহ যৌথভাবে কাজ করার লক্ষ্যেই তিনটি দেশের শক্তিশালী নৌবাহিনীর এই মহড়া।

Leave a Reply

Top