যারা ভালো ও খারাপের পক্ষে থাকে, তারা সমাজে বাটপার- মেয়র জাহাঙ্গীর আলম সারা বাংলা সেপ্টেম্বর ৪, ২০২০সেপ্টেম্বর ৫, ২০২০0 ইমন খানঃ যেই নেতা বা জনপ্রতিনিধি ভালো কাজের ও খারাপ কাজের পক্ষে থাকে সেই নেতা সমাজের বড় পাটপার। আমরা সেই লোকদেরকে দায়িত্ব দিবেন না,তাদের থেকে দুরে থাকবেন। মিথ্যা বলে ও তালি পাওয়ার জন্য আর দাওয়াত খাওয়ার জন্য রাজনীতি নয়। রাজনীতি হলো জনগণের দুঃখ সুখ ভাগ করে সমাধান করার নামই নেতা। সকালে সত্যের পক্ষে বিকালে মিথ্যার পক্ষে এটা কোন সভ্য নেতার কাজ নয়। এই পন্থা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। সিটির ৪২ টি ওয়ার্ডে কাজ করতে পারি,কিন্তু টংগীতে এসে বন্ধ হয়ে যাই। ৪/৫ ফিট রাস্তার পাশে গড়ে উঠেছে বহুতল ভবন। যা সরানোর কোন কায়দা নাই। যারা বিগত দিনে ও বর্তমানে পাওয়ারে আছেন,তাদেরকে বহুবার বলেছি,আসুন বসুন একটু সমাধানের দিকে যাই। এভাবে একটি শহর চলতে পারে না মাস্টার প্লান ছাড়া শহর হয় না। পরিকল্পিত ও বাসযোগ্য শহর করতে হলে সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। শুক্রবার ৪ ই সেপ্টেম্বর বিকাল ৫ টায় বৃহত্তর নোয়াখালী জনকল্যান পরিষদের অভিষেক ও ঈদপুণর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। সংগঠনের সভাপতি হাজী মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান শিব্বিরের সঞ্চালনায় টংগীর হোসেন মার্কেট ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী কনভেনশন হল রুমে ঐ অনুষ্ঠানে মেয়র আরো বলেন,এই শহরে মাদকের ছড়াছড়ি অনেক, কে তাদেরকে লিড দেয় সকলের জানা অাছে । আমি মহানগর আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রতিমন্ত্রী, ডিসি ও পুলিশ কমিশনার এক থাকি মাদকের বংশ নির্মূল হবেই হবে। নোয়াখালী জনকল্যান পরিষদের উদ্দেশ্যে মেয়র বলেন,আপনারা এখানে এসে ধন্য করেছেন,এই গাজীপুর কে আলোকিত করেছেন। ব্যবসা বানিজ্য থেকে শুরু করে সকল কাজে আপনারা এই গাজীপুর বাসীকে ধন্য করেছেন। তাই আমি মেয়র হিসেবে আপনাদের সকল কাজে সহযোগিতা করবো। অফিস করার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ মোঃ আজমত উল্লাহ খান, উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী মোঃ সেলিম,কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা,সফি আহমেদ,কেয়া শারমিন প্রমূখ। এর আগে নব গঠিত কমিটিকে পরিচয় ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও ক্রেষ্ট বিতরণ করা হয়। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com