যারা পরিবহনে আছে তারা সেখানে নেতৃত্ব দিবে– মেয়র জাহাঙ্গীর আলম সারা বাংলা আগস্ট ৩১, ২০২০সেপ্টেম্বর ৪, ২০২০0 ইমন খানঃ যারা পরিবহন শ্রমিকের সাথে জড়িত আছে,তারা সেখানে নেতৃত্ব দিবে। অন্য লোক নেতৃত্বে আসবে না। আপনারা যখন বিপদে আপদে পড়বেন, তখন তারা বিষয়টি নিয়ে আলোচনা করবে। গাজীপুর আন্তঃ জেলা বাসটার্মিনাল পরিবহন শ্রমিকবৃন্দ কতৃক আয়োজিত জাতীয় শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন,যদিও এটা শোক সভা, তারপরও বলবো পরিবহন সেক্টরে একজন শ্রমিক পঙ্গুত্ব বরণ করলে,নেতারা ভরনপোষণ করে না। এটা করতে দেওয়া হবে না। একজন শ্রমিক অবসরে গেলে,পরিবার পরিজনের দেখাশোনা ও বাচ্চাদের লেখাপড়া সবই এই কমিটি থেকে হবে। যেটা আমি এই জয়দেবপুর থেকে শুরু করবো। সেটা আপনাদের সাথে বসে আলোচনা করে করা হবে। গাজীপুর সদর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে সাবেক ছাত্রলীগ নেতা রিপন খান’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, ধর্ম সম্পাদক মোঃ আক্তার হোসেন গাজীপুরী,সহ প্রচার সম্পাদক ছালমা আক্তার,মহানগর জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ আব্দুল মজিদ বিএসসি,১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মুন্সী, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ছিদ্দিকুর রহমান,সদর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ কবির হোসেন,সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ লুৎফর রহমান,২৬ নং শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী,কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ হোসেন প্রমূখ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com