যাত্রাবাড়ী-চিটাগাং রোড বন্ধ প্রচ্ছদ সারা বাংলা জুলাই ২৬, ২০১৭0 স্টাফ রিপোর্টারঃ যাত্রাবাড়ী থেকে শনির আখড়া-চিটাগাং রোডে যাওয়ার সড়কটি বুধবার সকাল থেকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। টানা বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সিদ্ধান্ত নেন। মাছের আড়তের পানির জন্য যাত্রাবাড়ী সড়কটির অর্ধেক অংশ আগেই ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছিল। টানা বৃষ্টির কারণে এখন সড়কের সম্পূর্ণ অংশই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে যেকোনো যানবাহন যেতে গেলে তা খানাখন্দে পড়ে বিকল হয়ে পড়ছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এজন্যই যাত্রাবাড়ী মোড়ে ব্যারিকেড দিয়ে দেয়া হয়েছে। এ সড়ক দিয়ে যাওয়ার জন্য যেসব পরিবহন আসছে সবগুলোকে মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com