You are here
Home > নির্বাচন > যশোর ৮৫/১ ,(শার্শা) আসনে ভোট যুদ্ধে প্রার্থী চারজন, মুল লড়াই নৌকা-ধানের শীষ

যশোর ৮৫/১ ,(শার্শা) আসনে ভোট যুদ্ধে প্রার্থী চারজন, মুল লড়াই নৌকা-ধানের শীষ

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে সোমবার (১০ ডিসেম্বর) যশোর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল প্রতীক ঘোষণা, প্রার্থী বা প্রার্থীর পক্ষের নেতাকর্মীদের হাতে প্রতীক বরাদ্ধের চিঠি তুলে দেন।

যশোর ৮৫/১, (শার্শা) আসনে দলীয় প্রতীক পাওয়া ৪ জন প্রার্থী হলেন-পরপর ২ বার সংসদ সদস্য নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী শেখ আফিল উদ্দিন (নৌকা), বিএনপি প্রার্থী সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তি (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ বখতিয়ার রহমান (হাত পাখা), জাকের পার্টির প্রার্থী সাজেদুর রহমান ডাবলু (গোলাপ ফুল)

এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা ও ধানের শীষ প্রার্থীর মধ্যে। প্রতীক পাওয়া মাত্র গতকাল থেকেই প্রার্থীরা মাঠে নেমে গেছে। প্রতীক বরাদ্দের পর শার্শা উপজেলায় সব কয়টি ইউনিয়নে বিশাল শোডাউনে প্রচারণা শুরু করেছে শার্শা উপজেলা আওয়ামী লীগ।

যশোরের সীমান্ত ঘেরা এই শার্শা উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা বেনাপোল নিয়ে যশোর-৮৫/১,(শার্শা) আসন গঠিত। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এই সংসদীয় আসনে অবস্থিত হওয়ায় আসনটি খুবই গুরুত্বপূর্ণ।এই আসনের চারিদিকে বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান।

সরকার এই বৃহত্তম স্থলবন্দর থেকে প্রতিবছর ৫ হাজার কোটি টাকার রাজস্ব আয় করে। এসব কারণে সরকার ও ব্যবসায়ী গোষ্ঠীর কাছে নির্বাচনী আসনটির গুরুত্ব অনেক বেশি। একই কারণে সকল রাজনৈতিক দল এই আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া।

এই নির্বাচনী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫০৯ জন। আর নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৫ জন।

দেশ স্বাধীনের পর ১০টি সংসদ নির্বাচনের মধ্যে এ আসনে আওয়ামী লীগ প্রার্থী পাঁচবার, বিএনপি তিনবার এবং জাতীয় পার্টি ও জামায়াত একবার করে বিজয়ী হয়।

এলাকায় ঘুরে অনেক ভোটারদের সাথে কথা বলে জানা যায়,দেশের যে উন্নয়ন করবে ও তাদের যে প্রার্থী ভাগ্য পরিবর্তনে সহযোগীতা করবে আপদ- বিপদে পাশে দাঁড়াবে তাকে তারা এবারের নির্বাচনে ভোট দিবে। অধিকাংশ ইউনিয়নের ভোটারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারও আওয়ামীলীগ প্রার্থীকে বেছে নেবে বলে জানান।

Leave a Reply

Top