
মো. আয়ুব হোসেন, (পক্ষী) শার্শা উপজেলা, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থানার জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে ১৬৫ পিচ ইয়াবাসহ মো. ইসহাক গাজী (৫০), মো. আজিজুল হক (৩২) ও আব্দুল রহমান (৫৩) নামে ৩ ব্যক্তিকে আটক করেছেন থানার এস আই বকতিয়ার রহমান। ইসহাক গাজীর কাছে ৬০ পিচ, আজিজুল হকের কাছে ৫৫ পিচ এবং আব্দুল রহমানের কাছে ৫০ পিচ ইয়াবাসহ তাদের ৩ জনকে আটক করা হয়। তাদের ৩ জনের মধ্যে ২জন শার্শা থানার বাগুড়ি বেলতলা গ্রামের মৃত জাবেদ আলী, আব্দুল সিদ্দিক, ও পশ্চিম কোটা গ্রামের আব্দুল আজীজ এর ছেলে।
শার্শা থানার এস আই বকতিয়ার রহমান জানায়, সোমবার রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তারা ৩ জন শার্শা থানার জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডারের সামনে অবস্থান করছিলো। এমন সংবাদ পেয়ে আমরা সেখানে অবস্থান করে তাদের কাছে থাকা ১৬৫ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করি। তাদেরকে আসামী করে চালান করি। শার্শা থানার ওসি তদন্ত তাসমিম আলম তুষার জানান তাদের ৩ জনকে শার্শা থানায় মাদক আইনে আসামী করে আদালতে পাঠানো হয়েছে।