You are here
Home > Uncategorized > ময়মনসিংহ খাগডহর ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহ খাগডহর ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


ইমন খানঃ

মানবিক যুবলীগ গড়ার জন্য মাদকমুক্ত ও চাঁদাবাজ মুক্ত নেতৃত্বের বিকল্প নাই। তৃণমূল পর্যায়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম কে সাধারণ জনগণের কাছে প্রচার করার নামই হচ্ছে মানবিক যুবলীগের কাজ। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যুবলীগের সর্তিকারের ইমেজ ফিরে এসেছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন হিসেবে যুবলীগ কে সুসংগঠিত করার জন্য কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাঈনুল হোসেন খান সহ বর্তমান নেতৃবৃন্দদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সম্ভব হয়েছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার প্রতিটি থানা পৌরসভা সহ ইউনিয়ন গুলোতে নতুন নেতৃত্বের মাধ্যমে যুবলীগকে সুসংগঠিত করাই মুললক্ষ ও উদ্দেশ্য। তাই দীর্ঘদিন হলেও ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনের প্রস্তুতি গ্রহন করায় তৃনমুল যুবলীগ চাঙ্গা হবে বলে অনেকেই মনে করছেন। ৪ ঠা নভেম্বর মাইজবাড়ী আবদুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১ টায় ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ তোজাম্মেল হক এর সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সমাজ কল্যান সম্পাদক, ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগ নেতা,গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব কল্যান পরিষদের সভাপতি মোঃ আনোয়ারুল করিম জুয়েলের সার্বিক তত্বাবধানে সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শাহজাহান সরকার। যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক এ্যাডঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পার্থ প্রতিম চন্দ্র, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান কামরুল,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তপন,সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার প্রমূখ।
বিএনপি, জামায়াত আওয়ামী লীগের শত্রু নয়,আওয়ামী লীগের শত্রু হচ্ছে নামধারী আওয়ামী লীগ উল্লেখ্য করে জেলা যুবলীগের আহবায়ক এ্যাড আজহারুল ইসলাম আরও বলেন,এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কে তৃনমুল যুবলীগের মাধ্যমে সকলের নিকট পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে যাতে করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী হয় সেজন্য যুবলীগের নেতাকর্মীরা মাঠে ময়দানে কাজ করবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছে—

Top