
সুমা আক্তার স্টাফ রিপোটার : ময়মনসিংহ শহরতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক সামিউল আলম লিটনের ছোট ভাই রাসেলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার (১৮ এপ্রিল) দুপুরে শহরতলীর শম্ভুগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানীক টিম রাসেলকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেফতার করেন।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ মো. আশিকুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রাসেলের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাকে নিয়ে ডিবির এসআই নাজিম উদ্দিন ও এ এস আই ফারুক হোসেন এখনো অভিযানে রয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি রাসেলের কাছ থেকে ২শ পিচ ইয়াবা পাওয়া গেছে। সে একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী বলে ডিবি পুলিশের কাছে তথ্য রয়েছে বলেও এই কর্মকর্তা জানিয়েছেন। তবে এলাকাবাসী বলছে তার কাছে ১ হাজারেরও বেশি ইয়াবা ছিল।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন, রাসেল অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। সে জোড়া খুনেরও আসামি। রাসেল দীর্ঘদিন ধরে গৌরীপুর উপজেলাসহ বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার করে আসছে।
আরও জানা যায়, রাসেল ময়মনসিংহ গৌরীপুর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ ড. সামীউল আলম লিটন এর ছোট ভাই। সে জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও গৌরীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও পদে রয়েছেন। এর আগে লিটন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক ছিলেন জানা গেছে।