You are here
Home > সারা বাংলা > জেলার খবর > মোংলা সুন্দরবনের জয়মনিতে কুমিরে ধরা নজরুলের লাশ মিললো আজ তৃতীয় দিনে, শ্যালা নদীতে

মোংলা সুন্দরবনের জয়মনিতে কুমিরে ধরা নজরুলের লাশ মিললো আজ তৃতীয় দিনে, শ্যালা নদীতে

মোঃ জাহিদ মোল্লা, মোংলা প্রতিনিধিঃ

জয়মনিতে কুমিরে ধরা নজরুলের লাশ মিললো আজ তৃতীয় দিনে, শ্যালা নদীতে ঘটনার দেড় কিলো মিঃ দূরে। দুই হাত ও দুই পা ছাড়া শরীরের বাকী অংশ মোটামুটি ঠিক থাকলেও কিছু ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে। গত ১৪/০৭/১৮ তারিখ সোমবার সন্ধ্যা ছয়টায় সুন্দরবন সংলগ্ন শ্যালা নদিতে কুমির আক্রমন করে। এলাকাবাসী ও বন বিভাগের চেষ্টায় উদ্ধার না হওয়া পর আজকে সকালে লাশ ভেসে উঠলে জেলেরা উদ্ধার করে নিয়ে আসে। আজ সকাল দশটার সময় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপক কহিনুর সরদার।

Leave a Reply

Top