You are here
Home > সারা বাংলা > জেলার খবর > মোংলা সুন্দরবনের জয়মনিতে এক জনকে কুমীরে গ্রাস।

মোংলা সুন্দরবনের জয়মনিতে এক জনকে কুমীরে গ্রাস।

মোঃজাহিদ মোল্লা, মোংলাঃ

আজ বিকাল ছয়টার দিকে বাগের হাট জেলাধীন মোংলা উপজেলার সুন্দরবনের কোল ঘেষা জয়মনির শ্যালা নদীর লঞ্চ ঘাট এলাকা থেকে দক্ষিন চিলা গ্রামের মকবুলের হোসেনের ছেলে নজীর ( ৫০) নামের এক ব্যক্তিকে হিংস্র কুমির গ্রাস করেছে।রাত সাড়ে আটটা পর্যন্ত স্থানীয় লোক জনের প্রচেষ্টায় উদ্ধার তৎপরতায় কোনো ফলাফল পাওয়া যায় নাই। সন্ধ্যা আটটার দিকে এক বার কুমীরটিকে ঘটনা স্থানের কাছাকাছি দেখা গিয়েছিলো বলে স্থানীয় লোকজন জানিয়েছে। লোকটির বেঁচে থাকার আশা ছেড়ে দিয়ে আপাতত লাশ খোজার প্রচেষ্টা চলছে। জীবিত বা মৃত উদ্ধার করার জন্য কারো কাছে কোনো কৌশল বা প্রযুক্তি নেই ।এ ধরনের দুর্ঘটনা আগেও কয়েকবার ঘটেছিল।

Leave a Reply

Top