You are here
Home > নির্বাচন > মেয়র মান্নানকে দেখতে গেলেন হাসান সরকার

মেয়র মান্নানকে দেখতে গেলেন হাসান সরকার

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি করপোরেশনের অসুস্থ মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে দেখতে গেলেন মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকার বারিধারা ডিওএইচএসে মান্নানের বাসায় যান।

এ সময় এম এ মান্নানের পরিবারের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারকে স্বাগত জানান। হাসান উদ্দিন সরকার অসুস্থ মেয়র অধ্যাপক এম এ মান্নানের স্বাস্থ্য ও পারিবারিক সদস্যদের খোঁজ-খবর নেন। তিনি বেশ কিছুক্ষণ এম এ মান্নানের পাশে ছিলেন।

পরে এম এ মান্নান গাজীপুর সিটি করপোরেশনে বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকারের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। এ সময় তাঁরা একে অপরকে ফল খাইয়ে দেন। এম এ মান্নান সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে হাসান উদ্দিন সরকারকে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এম এ মান্নানের রোগমুক্তি কামনায় হাসান উদ্দিন সরকার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ সময় গাজীপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শিল্পপতি মো. সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ বাচ্চু, গাজীপুর জেলা জাসাসের সভাপতি সৈয়দ হাসান সোহেল, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, হযরত আলী, সেলিম রানা, নাসির উদ্দিন, শওকত হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে গতকাল দলের মেয়রপ্রার্থী ঘোষণা করে বিএনপি। এর পরের দিনই আজ বর্তমান মেয়র অধ্যাপক এম এ মান্নানের অসুস্থতার খবরে তাঁকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Top