You are here
Home > সারা বাংলা > জেলার খবর > মেয়র জাহাঙ্গীর আলম এর মামার ইন্তেকাল

মেয়র জাহাঙ্গীর আলম এর মামার ইন্তেকাল

ইমন খানঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলমের মামা
ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মো. শফিকুল আলম আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরার বাসায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। আজ বাদ আসর গাজীপুর মহানগরীর ৩০নং ওয়ার্ডের কানাইয়া গ্রামে তার নিজ বাড়িতে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে শফিকুল আলমের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শফিকুল আলম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পদে ছিলেন। তার মৃত্যুতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

Leave a Reply

Top