You are here
Home > প্রচ্ছদ > মুসলমানদের রক্ষার জন্য ইসলামী দাওয়াতের প্রসার প্রয়োজন: হানিফ !!!!

মুসলমানদের রক্ষার জন্য ইসলামী দাওয়াতের প্রসার প্রয়োজন: হানিফ !!!!

স্টাফ রিপোর্টার :
এক শ্রেণির মানুষ ধর্ম রক্ষার নামে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করছে। তাই ধর্মের ভ্রান্ত শিক্ষা থেকে মুসলমানদের রক্ষার জন্য ইসলামী শিক্ষার প্রচার ও দাওয়াতের সম্প্রসারণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন হানিফ। ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আলেম-ওলামাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠানে মাহবুব-উল-আলম হানিফ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাহবুব-উল-আলম হানিফ আরো বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে বিশ্বের কোথাও ইসলাম প্রতিষ্ঠিত হয়নি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ওলি-আওলিয়ারা নিষ্ঠার সঙ্গে দিনের প্রচার করেছেন বলেই বাংলার মাটিতে ইসলাম আজ একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ কখনোই এ দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না।

Leave a Reply

Top