You are here
Home > আন্তর্জাতিক > মুম্বাইয়ে ফুটওভার ব্রিজ ভেঙে পড়ায় ২২ জনের মৃত্যু

মুম্বাইয়ে ফুটওভার ব্রিজ ভেঙে পড়ায় ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের এলফিনস্টোন স্টেশনে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল সাড়ে ৯টা এলফিনস্টোন স্টেশনে প্রতি দিনের মতোই যাত্রীদের ভিড়ে ঠাসা ছিল। পাশাপাশি এ দিন প্রবল বৃষ্টি চলছিল। বৃষ্টির হাত থেকে বাঁচতে বহু যাত্রী স্টেশনের ফুট ওভার ব্রিজে আশ্রয় নেন। ব্রিজের উপর থেকে  নীচ পর্যন্ত থিক থিক করছিল ভিড়।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, হঠাৎ নাকি গুজব ছড়ায় ব্রিজের পাশে টিকিট কাউন্টারে শর্ট সার্কিট হয়েছে। আবার যাত্রীদের কেউ কেউ জানিয়েছেন, ব্রিজ ভেঙে পড়ছে, এ রকমও একটা গুজব ছড়ায়। ফলে ভিড়ে ঠাসা ব্রিজের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের বাঁচাতে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেন। ব্রিজটি সরু হওয়ায় বিপত্তি আরও বাড়ে। দুর্ঘটনার ঠিক আগেই চারটে ট্রেন এক সঙ্গে স্টেশনে ঢোকে। ফলে ভিড় বাড়ে। পরিস্থিতি আরও জটিল হয়। আর এর ফলেই পদপৃষ্ঠ হয়ে ২২ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Top