মুখে তুলে ইফতার করালেন প্রধানমন্ত্রী ইসলামিক জীবন জাতীয় নারী ও শিশু প্রচ্ছদ সারা বাংলা জুন ৪, ২০১৭জুন ৪, ২০১৭0 স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে এতিম শিশু, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেম-ওলামাদের জন্য ইফতারের আয়োজন করেন। বিনিময় করেন। পরে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। ইফতার পর্ব শুরু হলে প্রধানমন্ত্রী এক এতিম শিশুর টেবিলে গিয়ে মায়ের মমতায় তার মুখে ইফতারি তুলে দেন। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com