
গাজীপুর প্রতিনিধি ঃ
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করে ছিলেন তারাই দেশে সর্ব্বোচ নাগরিক ও বীরমুক্তিযোদ্ধা।তাদের সন্তানদের কোটা বাতিল করে দেয় বর্তমান সরকার। কোটা বাতিল করতে সরকারকে বেকায়দায় ফেলে জামাতিরা।এক পর্যায়ে কোটা বাতিল করে দেয় সরকার।কোটার দাবিতে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড লাগাতার কর্মসূচি পালন করতেছে ঢাকার শাহাবাগ মোড়ে।গাজীপুর মহানগরেও কোটা পূর্ণবহালের দাবিতে মিছিল সমাবেশ করছে মুক্তিযোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ড। গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর যুগ্মআহ্বায়ক আবু হাসনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মহর আলী, বীরমুক্তিযোদ্ধার সন্তান সাইফুল্লাহ শাওন সহ আরো অনেকে।মুক্তিযোদ্ধার সন্তান শাওন বলেন, যদি আমাদের দাবী আদায় না হয় তাহলে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকব না আগামীকাল থেকে সকল মুক্তিযোদ্ধার সন্তনেরা ঐক্যবদ্ধ হয়ে চৌরাস্তার মোড়ে অবস্থান নিব। যত সময়, যত দিন আমাদের দাবী সরকার মেনে না নিবে ততদিন আমরা ঘরে ফিরে যাব না। রাতের বেলাও আমরা চৌরাস্তায় অবস্থান করব।আমাদের বাবারা দেশে জন্য জীবন বাঁজি রেখেছেন,আমারা ও কোটা পূর্ণবহালের দাবিতে জীবন বাঁজি রাখব। কোটা আমাদের অধিকার।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এসে শেষ হয়।