
ইমন খান ঃ
গাজীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। শনিবার নগরের বঙ্গতাজ অডিটরিয়ামে সকাল ১০ টায় সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মুক্তিযোদ্বাদের সম্মানা চেক,উপহার সামগ্রী নিজ হাতে তুলে দেন সিটির মেয়র। এই সময় প্রায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের দাবি দাওয়া নিয়ে বক্তব্য দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা।
প্রধান অতিথির বক্তব্যে তরুন এই মেয়র বলেন,আমার পক্ষথেকে প্রতিদিন,প্রতিসপ্তাহে,প্রতিমাসে,প্রতিবছর সংবধনা ও সম্মান পাবেন।
সিটি মেয়র আরো বলেন-আপনাদের সকল দাবিদাওয়া আমি মেনে নিলাম.সাথে সাথে আরো বলতে চাই আমার নগরের ভবনের অফিসের কোন কাজের জন্য আপনাদের সিরিয়াল লাগবে না। কাজের জন্য সিটি অফিসে আসার দরকার নাই,ফোন দিলে আমি কর্মকর্তা পাঠিয়ে দিয়ে কাজ সমাধান করবো।
মুক্তিযোদ্ধাদের উদ্যেশে মেয়র আরো বলেন-আগামী ৩০ তারিখে স্বাধীনতার স্ব পক্ষের নির্বাচনের জন্য এবং নৌকার জন্য আপনাদের সহযোগিতা চাই। এই সময় পুরো হল রুমে এক ব্যাক্যে মেয়রের কথায় সবাই সমর্থন দিলেন।
ঐ সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ আজমত উল্লাহ খান,গাজীপুর জেলা প্রসাশক ড.দেওয়ান মোঃ হুমায়ুন কবির,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক এমপি কাজী মোজাম্মেল হক,জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল সহ জেলা ও মহানগর মুক্তিযোদ্ধাদের সহকারী কমান্ডারগন,গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ ও কাউন্সিলর সহ দলীয় নেতাকর্মী ।