You are here
Home > সারা বাংলা > প্রাকৃতিক দূর্যোগ > মুক্তিযুদ্ধ মন্ত্রীর জন্য দোয়া কামনায় কাশিমপুর থানা যুবলীগ

মুক্তিযুদ্ধ মন্ত্রীর জন্য দোয়া কামনায় কাশিমপুর থানা যুবলীগ

গাজীপুর প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ আকম মোজাম্মেল হক এমপি ও তার সহধর্মিণীর জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন নগরের কাশিমপুর থানা যুবলীগ। শুক্রবার বাদ আছর সরুপাইতলী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই আয়োজন করা হয়। কাশিমপুর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আদনান মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী। গত ১১ ই জুন করোনায় আক্রান্ত হয়ে নিজের স্ত্রী সহ সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মন্ত্রী।

বর্তমানে তাদের অবস্থা আগের তুলনায় ভালো। গাজীপুর সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী। তারই ধারাবাহিকতায় প্রতিটি পাড়া মহল্লায় ওয়ার্ড,থানা ভিত্তিক মন্ত্রীর জন্য দোয়া ও তবারকের ব্যবস্থা করা হয়। এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় শান্ত বাবু বলেন,মাননীয় মন্ত্রী মোজাম্মেল হক ভাই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে নগরের প্রতিটি ইউনিটি থেকে যার যার অবস্থান থেকে তার জন্য দোয়া ও মিলাদের ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছি। সেই সুত্র ধরে আজ কাশিমপুর যুবলীগ নেতা আদনান মন্ডল যে আয়োজন করেছে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সরুপাইতলী কেন্দ্রীয় মসজিদে ইমাম মাওলানা তরিকুল ইসলাম। দোয়া শেষে তবারক বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।

Leave a Reply

Top