You are here
Home > প্রচ্ছদ > মানবিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন ,গাজীপুরের কৃতি সন্তান মোঃ আব্দুস সোবহান।

মানবিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন ,গাজীপুরের কৃতি সন্তান মোঃ আব্দুস সোবহান।

মোঃ সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদকঃ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র, আসক, ফাউন্ডেশন এর, ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে , ২ অক্টোবর শনিবার ঢাকায় { আসকের } কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা,কেক কাটা ও মানবিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রধান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োযন করা হয় ।


সারা দেশে মানবিকতায় বিশেষ অবদানের জন্য উক্ত অনুষ্ঠানে প্রায় ৫০ জনকে সম্মাননা স্মারক প্রধান করা হয় ।তারি ধারাবাহিকতায় গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর সভাপতি মোঃ আব্দুস সোবহান কে মানবিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রধান করেছেন,জাতিসংঘ ঘোষিত , আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র, (আসক) ফাউন্ডেশন।


বিশেষ সম্মাননা পেয়ে মোঃ আব্দুস সোবহান সাংবাদিক দের জানান , এ সম্মাননা সুধু সম্মাননা নয় , হাজারো মানুষের আন্তরিকতা ও ভালবাসার স্মারক এটি , মানুষ আমাকে ভালোবাসে বলেই আজ আমার এ প্রাপ্তি , এ সম্মাননার সম্মান আমি সারা জীবণ ধরে রাখতে চাই , গরিব দুঃখি ,সুবিধা বঞ্চিত , অসহায় মানুষের পাশে থাকতে চাই ।


উল্লেখ্য ,জাতিসংঘ ঘোষিত , আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র, (আসক) ফাউন্ডেশন, দীর্ঘ ২৫ বছর দেশের গরীব ,অসহায় ,দঃস্থ ,অধিকার বঞ্চিত মানুষের আইনগত সহযোগীতা ও পরামর্শ প্রদানসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত-১০ নম্বর পর্যবেক্ষণ সংস্থা হিসাবে বাংলাদেশের প্রত্যক্ষ নির্বাচন নিরপেক্ষ ভাবে পর্যবেক্ষণ করে সঠিক তদন্ত রিপোর্ট প্রধান করে আসছে। সেই মোতাবেক গত ২ অক্টোবর শনিবার ঢাকায় { আসকের } কেন্দ্রীয় কার্যালয় , গুলিস্তান শপিং কমপ্লেক্সের ( ৮ম তলায় ) আলোচনা সভা,কেক কাটা ও মানবিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রধান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োযন করা হয় ।

Top