You are here
Home > Uncategorized > মাননীয় প্রধানমন্ত্রী ১৬/১৮ ঘন্টা কাজ করেন–মেয়র জাহাঙ্গীর আলম

মাননীয় প্রধানমন্ত্রী ১৬/১৮ ঘন্টা কাজ করেন–মেয়র জাহাঙ্গীর আলম


ইমন খানঃ

আমার নেত্রী বাংলার ১৮ কোটি মানুষের ভরসার স্থল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬/১৮ ঘন্টা কাজ করেন। আমরা যুবকরা সেই কাজটি করতে চাই,যিনি ৭৪ বছর বয়সেও মানুষের জন্য ও দেশের জন্য অভিরাম কাজ করে ছুটেছেন। আমরা তার কর্মী হয়ে, দলের জন্য মানুষের জন্য কাজ করতে চাই। শুকুন্দিবাগ থেকে বনমালা রাস্তার উপরে প্রায় ২০ হাজার লোকের উপস্থিতিতে জাতীয় শোক দিবসে দাড়িয়ে এসব কথা বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মেয়র ও মহানগর আওয়ামী লীগের ৩৯,৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সৌজন্যে মেয়র এই আয়োজনটি করেন। এই দুই ওয়ার্ডের মানুষ রাতদিন পরিশ্রম করে এই রাস্তাটি করেছেন। মুলত তাদের দুই ওয়ার্ডের মানুষের মধ্যে যে বিবেদ ও অনিয়ম ছিল,সেটা সমাধান করার জন্য শোক দিবসে মেয়রের বিকল্প আয়োজন।
মেয়র বলেন ৮ শত কিলোমিটার রাস্তার কাজ শেষ হওয়ার পথে,আরও ২ শত কিলো করলে এই শহরে ৮০ ভাগ কাজ শেষ হবে।
এই অনুষ্ঠানে আমি সভাপতি/ প্রধান অতিথি নই,এখানে সবাই অতিথি, সবার যেমন সম্মান,তেমনি আমারও। এই রাস্তা দিয়ে শুধু হায়দরাবাদ ও বনমালা জয়দেবপুর মানুষ চলবে না, মহাসড়কের বিকল্প হিসেবে তড়িঘড়ি করে রাস্তার কাজ শেষ করেছি। গাজীপুরে তিনজন শহীদ হয়েছেন,বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ, শহীদ ময়েজ উদ্দিন,শহীদ আহসান উল্লাহ মাস্টার। তাদের কে স্বরণ করে গাজীপুরের এমপি,মন্ত্রীদের সহযোগিতায় এই শহর কে আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলবো। ৩১ শে আগষ্ট বিকাল ৩ টায় ঐতিহাসিক সেই বনমালা রাস্তায় ৩ হাজার আলেম ওলামা সহ প্রায় ২০ হাজার লোকের গনভোজের আয়োজন করেন মেয়র জাহাঙ্গীর আলম। তবারক বিতরণের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সংরক্ষিত মহিলা সাংসদ শামসুন্নাহার ভুঁইয়া, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক , সাবেক সচিব ও গাজীপুর মহানগর জাতীয় পাটির আহবায়ক এম এম নিয়াজ উদ্দিন,জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া ও বীরমুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সিটির ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

Top