মাছের উৎপাদন বাড়াতে টেস্টিং ল্যাব গড়ার পরামর্শ প্রধানমন্ত্রীর জাতীয় প্রচ্ছদ জুলাই ১৯, ২০১৭0 স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য চাষে জড়িত ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা সূচক পদক তুলে দিয়েছেন। আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি এ পদক তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মাটি সোনার মাটি। চাইলে এখানে যে কোনো কিছু উৎপাদন সম্ভব। ‘ এসময় তিনি হাওয়াঞ্চলে মাছ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়ার কথা বলেন। এ জন্য তিনি মাছ উৎপাদন হয় এমন এলাকাগুলোতে টেস্টিং ল্যাব গড়ে তোলারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সিলেটসহ হাওর অঞ্চলগুলোতে টেস্টিং ল্যাব গড়ে তুলতে হবে। এছাড়া রাজশাহী ও উত্তরবঙ্গেও প্রচুর বিল এলাকা আছে। সেখানেও মাছের চাষ বাড়াতে টেস্টিং ল্যাব গড়ে তুলতে হবে। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com