You are here
Home > সারা বাংলা > জেলার খবর > মন্ত্রীর সহধর্মিণীর জন্য ৭ নং ওয়ার্ডে দোয়া মাহফিল

মন্ত্রীর সহধর্মিণীর জন্য ৭ নং ওয়ার্ডে দোয়া মাহফিল


গাজীপুর প্রতিনিধিঃ

সে ছিল আমার সকল ভালো কাজের অংশীদার, তার কথা মনে পড়লে আমি অবুজ হয়ে যাই। মঙ্গলবার বিকাল ৫ টায় কোনাবাড়ি ৭ নং ওয়ার্ড জরুন এলাকায় প্রধান অতিথির বক্তব্যে নিজের সহধর্মিণীর প্রতি স্মৃতি চারণ করতে গিয়ে এভাবেই কথা বলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ আকম মোজাম্মেল হক এমপি। নিজের সহধর্মিণীর কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মন্ত্রী আরো বলেন,সে একজন দানশীল মানুষ ছিলেন। গরীবের জন্য তার মন সব সময় ছটপট করতো। তাদেরকে দিতে পারলে সে খুশি থাকতো। আজকের এই দিনে তার জন্য সকলের কাছে দোয়া চাই। বিভিন্ন রোগে আক্তান্ত হয়ে মৃত্যু বরণ করেন মন্ত্রীর সহধর্মিণী লায়লা আরজুমান্দ বানু লিলি। তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোঃ কাউসার আহমেদ। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় ও সভাপতি মোঃ হুমায়ুন কবির খান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোঃ আক্কাস আলী, সদস্য মোঃ আব্দুর রহমান মাস্টার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাছ উদ্দিন খোকন, মহিলা কাউন্সিলর বিনু বারেক,তাছলিমা নাসরিন,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলু,আওয়ামী লীগ নেতা মোঃ বিল্লাল হোসেন,যুবলীগের কেন্দ্রীয় কমিটি র সাবেক সদস্য দেওয়ান মোঃ বায়েজিদ, যুবলীগ নেতা মোঃ আহসান পালোয়ান,মোঃ জাকির হোসেন,কামরুল হাসান, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহ আলম খান (হালিম) সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, শ্রমিক লীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ হারুন আহমেদ জয়,মোঃ সোলায়মান হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নওফিল আজাদ রাফি প্রমূখ। মোনাজাত শেষে তবারক বিতরণের মাধ্যমে মিলাদ মাহফিলের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Top