
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও ধর্ম বিষয়কমন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ আ ক ম মোজাম্মেল হক এর গভীর ভালোবাসায় সিক্ত,কাশিমপুর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী,তরুন ও উদীয়মান নেতা মোঃ তুহিন মোল্লা। বাবা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন মোল্লা দীর্গদিন যাবত আওয়ামী পরিবারের সাথে জড়িত সাবেক সিটি কাউন্সিলর ও বর্তমান নগর আওয়ামীলীগের সদস্য এবং কাশিমপুর থানায় ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী পরিবার মোল্লা পরিবার,তাই বাবার আর্দশে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ম শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন তুহিন মোল্লা। ইতিমধ্যে কাশিমপুর সহ পুরো নগরে স্বেচ্ছাসেবকলীগ নেতা হিসেবে বেশ পরিচিত তুহিন মোল্লা। ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর সহ পুরো জেলায় ব্যাপক ভুমিকা রেখেছেন তিনি। ১/১১ এর সময় তার নামে বিভিন্ন ভাবে হামলা/ মামলা হয়েছে,তারপর ও তিনি থেমে থাকেন নি । এরপর২০১৪ সালের ৫ ই জানুয়ারীর নির্বাচন ধ্বংস করার জন্য জামায়াত শিবিরের তান্ডবের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন এই তুহিন মোল্লা। একাদশ জাতীয় সংসদের নির্বাচন কে সামনে রেখে, তিনি ব্যাপক ভুমিকা পালন করে চলেছেন,থানার ৬ টি ওয়ার্ডে সাংগঠনিক ভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এ্যাডঃ আ ক ম মোজাম্মেল হক কে বিজয়ী করার জন্য। নির্বাচন কালীন প্রচারের জন্য,লিপলেট,হ্যান্ডবিল,পোষ্টার,পেষ্টন,আইডি কার্ড সহ প্রচারনার বহু সামগ্রী তার নিজ খরছে করছেন। এই জন্য প্রার্থী মোজাম্মেল হক সব সময় তার সাথে যোগাযোগ করেন,তার খবরাখবর নেন। গত ২১ শে ডিসেম্বর প্রচারের অাইডি কার্ড তার গলায় পড়িয়ে দিচ্ছেন মন্ত্রী মহোদয় নিজেই,তাই মন্ত্রীর প্রতি ও নৌকার প্রতি তুহিন মোল্লার ভালোবাসা অপরিসীম ।