You are here
Home > আন্তর্জাতিক > মনের কথা বলে বিশ্বব্যাপী সাড়া পাচ্ছেন মোদি

মনের কথা বলে বিশ্বব্যাপী সাড়া পাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতি মাসের শেষ রবিবার ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ (মনের কথা) শিরোনামের অনুষ্ঠানটি শোনার জন্য। রেডিওতে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার সঙ্গে মতবিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী। শিক্ষা থেকে স্বাস্থ্য, খেলা, রাজনৈতিক সবরকম ইস্যুই উঠে আসে মোদির ভাষণে।

মানুষের সমস্যা সমাধানের পথও বাতলে দেন তিনি। আবার কখনও কখনও নতুন পরিকল্পনার কথাও বলেন। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে এই অনুষ্ঠান। বিশেষ করে বিদেশে বসবাসরত প্রবাসী ভারতীয়দের কাছে।

প্রসার ভারতীর পরিসংখ্যান থেকে জানা গেছে, বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও পূর্ব আফ্রিকার দেশগুলিতে থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে এই অনুষ্ঠানকে ঘিরে। গত বছরের জুলাই মাস থেকে সবমিলিয়ে অস্ট্রেলিয়া থেকে ৭৫৩টি বার্তা পেয়েছে ‘মন কি বাত’। অন্যদিকে বাংলাদেশ থেকে পেয়েছে ৬০৮টি। পূর্ব আফ্রিকার দেশগুলি থেকে হোয়াট অ্যাপে প্রায় ২৭৯৪টি বার্তা এসেছে। তেমনি লিবিয়াসহ উপসাগরীয় দেশগুলি থেকে ১২৯৬ টি মেসেজ এসেছে হোয়াট অ্যাপে। লিবিয়া থেকে ইমেল এসেছে ৩৬টি। যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৭৮৪টি। ফেসবুক মারফত ২৭৬ টি বার্তা এসেছে বাংলাদেশ থেকে। পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ১৮ ও ১৬ টি করে হোয়াট অ্যাপ বার্তা এসেছে।

প্রবাসী ভারতীয়রা এসব বার্তায়, ভারতীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি যেন ভারতের সাংস্কৃতিক মূল্যবোধকে সুনিশ্চিত করেন। পাশাপাশি ভারতে ভ্রমণের ব্যাপারে ভিসা প্রক্রিয়া সহজ করা এবং ভাইস-ভার্সা চালু করাসহ একাধিক অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Top