
ইমন খান ঃ
স্বাধীনতা স্বপক্ষের ভোটারে রা প্রার্থী দেখবে না,দেখবে নৌকা, নৌকা দেখে মানুষ ভোট দিবে। কথাগুলো বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডঃ আ ক ম মোজাম্মেল হক এমপি। নগরের কোনাবাড়ি থানায় ১০ ও ১১ নং ওয়ার্ড এর আওয়ামীলীগের কর্মী সভায় মন্ত্রী আরো বলেন,আমাকে নিয়ে যারা বিভেদ সৃষ্টি করে তারা আমার পরিচয় ভালোভাবে জানে না,আমার জম্ম কালিয়াকৈর, আমার বহু সম্পদ কালিয়াকৈরে আছে,যা মানুষের কল্যানে ব্যয় করি, মন্ত্রী গাজীপুর ১ আসনের জন্য নৌকা মার্কায় ভোট চান এবং সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন । গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য এ্যাডঃ মোঃ শরবেশ আলীর সভাপতিত্ত্বে কর্মী সভায় আরো বক্তব্য রাখেন,নগর আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোঃ আক্কাস আলী,সাস্কৃতিক সম্পাদক মোঃ আসাদুল্লাহ আসাদ,সদস্য মোঃ আব্দুর রহমান মাস্টার,সদস্য মোঃ খলিলুর রহমান।


ঐ কর্মী সভায় আওয়ামীলীগ ও সহযোগী অংঙ্গ সংগঠনের প্রায় ৫০ নেতা বক্তব্য রখেন ।