You are here
Home > Uncategorized > ভূমিহীন এক নওমুসলিম কে জমি কিনে দিলেন মেয়র জাহাঙ্গীর আলম

ভূমিহীন এক নওমুসলিম কে জমি কিনে দিলেন মেয়র জাহাঙ্গীর আলম


ইমন খানঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন এলাকায় এক নওমুসলিমকে ৩ কাটা জমি কিনে দিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সকাল ১১ টায় নিজ বাস ভবনে ঐ জমির বায়না দলিল নওমুসলিম মোঃ আবু বক্কর ছিদ্দিক গং পিতা নুরুল ইসলাম এর হাতে তুলে দেন মেয়র নিজেই। এ সময় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোয়েব আল আসাদ মনির জানান,তারা অন্য ধর্মের লোক ছিল,নিজেরা পারিবারিক ভাবে সম্মত হয়ে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। কাউন্সিলর আরও বলেন,এই পরিবারটি ভূমিহীন হওয়ায় মেয়র মহোদয়কে বিষয়টি জানালে,তিনি আমাকে তাদের পরিবারের খোজ খবর নিয়ে জানাতে বলেন। পুরো বুষয়টি মেয়র মহোদয় শোনার পর আমি সকল কিছু ব্যবস্থা করে মেয়র মহোদয়ের কাছে নিয়ে আসলে তিনি জমি কেনার টাকা সহ যাবতীয় সকল খরচ বহন করবেন বলে জানিয়েছেন। ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরও বলেন,মেয়র মহোদয় আজ যে উদারতা দেখিয়েছেন তা এই দেশে অনেক মানুষই করে না, ঐ পরিবার সহ আমরা মেয়র মহোদয় সহ তার পরিবারের জন্য দোয়া করি। তিনি যেন সব সময় অসহায় মানুষের পাশে থাকনে।

Top