You are here
Home > সারা বাংলা > জেলার খবর > ভালুকায় জাল টাকা ও সরঞ্জাম সহ আটক-১

ভালুকায় জাল টাকা ও সরঞ্জাম সহ আটক-১


ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় জাল টাকাসহ ১ যুবক আটক করে জনতা পুলিশে দিয়েছে।
(১৪আগস্ট) সোমবার দুপুরে উপজেলার মাস্টারবাড়ী এলাকায় জামান টেলিকম নামে বিকাশের দোকানে একাউন্টে টাকা ঢোকাতে এসে জাল টাকা দিতে গিয়ে মুরাদনগর,কুমিল্লার মৃত: ছালাম মোল্লার ছেলে রাসেল(২৩)কে ধরে ফেলে দোকানি ও জনতা। ওই সময় ধৃত রাসেল দোকানিকে দিয়েছিল জাল টাকা।
ভালুকা মডেল থানায় খবর দিয়ে এস আই হান্নান ও এস আই আ: রহিম জালটাকা,টাকা তৈরীর সরঞ্জাম,১টি মোবাইল,ল্যাপটপ ও সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Top