You are here
Home > দূরনীতি ও অপরাধ > ভারত থেকে বিশেষ ট্রাভেলের মাধ্যমে দেশে ফিরল -১৪ নারী পুরুষ ও শিশু

ভারত থেকে বিশেষ ট্রাভেলের মাধ্যমে দেশে ফিরল -১৪ নারী পুরুষ ও শিশু

মো. আয়ুব হোসেন (পক্ষী)বেনাপোল প্রতিনিধি :

অবৈধপথে ভারত যেয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল ৮ নারী ৫ জন পুরুষ ও ১জন শিশু । বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

জেল খেটে ফেরত আসারা হলো:- চাঁদপুর জেলার আব্দুর রশিদের মেয়ে সাথি আক্তার (২০) বাগের হাট জেলার সালাম মীরের মেয়ে মুক্তা আক্তার (১৬) যশোর জেলার শার্শা থানার মান্নান শেখের ছেলে সেলিম (১৭) খুলনা জেলার দৌলতপুর এলাকার আনোয়ারের মেয়ে আখি খাতুন (২১) কবির শেখের ছেলে আবু হাসান (২) ঢাকার পল্লবী থানার হারুনুর রশীদ এর মেয়ে হালিমা খাতুন (২১) হাসান আহমেদের মেয়ে সালমা আক্তার (২২) মাগুরা জেলার শ্রীপুর থানার মান্নান মজুমদারের মেয়ে শিরীনা বেগম (২১) সুভাস চন্দ্র বিশ্বাসের মেয়ে শিমু বিশ্বাস (১৫) গাজিপুর জেলার টঙ্গী থানার আজিজুল হকের মেয়ে আকলিমা খাতুন (১৮) যশোর সদরের এরশাদ আলী মোড়লের ছেলে ইসরাফিল (১৫) শাহবুদ্দিন এর ছেলে হায়দার আলী (১৪) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সাহেব আলী শেখের ছেলে মমিনুর শেখ (১৫) ও নাসির শেখ (১৩)

বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম বলেন, এরা অবৈধপথে ভারত যেয়ে পুলিশের কাছে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে (২ থেকে-৪ বছর) জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। এর ভিতর ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাওড়া লিলুয়া হোমে ৮ জন নারী এবং বারাসাতের কিশালয় শেল্টার হোমে ৫ জন পুরুষ ও ১ জন শিশু আটক ছিল। তিনি আরো জানান, দুই দেশের স্বরাষ্ট মন্ত্রনায়লয় চিঠি চালাচালি করে অবশেষে তাদেরকে দেশে ফেরত আনে।

ফেরত আসাদের বাংলাদেশী বেসরকারি সংস্থা আহসানিয়া মিশন ৫ জন যশোর রাইটস ৫ জন এবং মহিলা আইনজিবী সমিতি ৪ জনকে গ্রহন করে।
বেসরকারি সংস্থার কর্মকর্তারা বলেন এদের যশোর নিয়ে নিজ কার্যালয়ে রাখা হবে, এবং তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Top