You are here
Home > বিনোদন > ভাগনের পরিচালনায় মামা-মামি

ভাগনের পরিচালনায় মামা-মামি

বিনোদন ডেস্ক :
ক্যামেরার পেছনে মনিটর। পর্দায় মামা মোশাররফ করিম ও মামি রোবেনা রেজা জুঁইয়ের দিকে তাকিয়ে ভাগনে মুরসালিন শুভ। মামা-মামিকে নিয়ে এটা তাঁর প্রথম কাজ নয়। মামার উৎসাহেই ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়ে আজ তিনি নির্মাতা।
মুরসালিন শুভর নতুন এই নাটকের নাম বউ কথা কও। চিত্রনাট্য লিখেছেন মেহরাব জাহিদ। শুভ জানালেন, মামাকে নিয়ে আগেও বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটক বানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘মামার উৎসাহ ছিল, আমার ইচ্ছা ছিল। এই দুই

Leave a Reply

Top