You are here
Home > সারা বাংলা > জেলার খবর > ভাওয়াল এস্টেট এর জমির উপর অবৈধভাবে দোতলা বাড়ী নির্মাণ।

ভাওয়াল এস্টেট এর জমির উপর অবৈধভাবে দোতলা বাড়ী নির্মাণ।

পগর মাহমুদ সাগর :

ক্ষমতার দাপট দেখিয়ে ভাওয়াল এস্টেট এর লিজের জমিতে ছাদ পিটিয়ে অবৈধভাবে দোতলা বাড়ী নির্মাণ করছেন মাধববাড়ী মন্দির কমিটির সভাপতি এ্যাড. সুদীপ কুমার চক্রবর্তী। ভাওয়াল এস্টেট লিজ গ্রহণের সময় প্রথম শর্ত থাকে কোন অবস্থাতেই ছাদ পিটিয়ে একতলা অথবা বহুতল ভবন নির্মাণ করা যাবে না। কিন্তু ভাওয়াল এস্টেট অফিস এর নাকের ডগায় মাধববাড়ী মোড়ের মত জায়গায় কোন রকম বাধা বিপত্তি ছাড়াই সুদীপ বাবু তার ভাওয়াল এস্টেট থেকে লিজকৃত জায়গায় বহুতল ভবন নির্মাণ করেই যাচ্ছেন।নির্মাণাধীন ভবনের আশে পাশের মানুষ সুদীপ বাবুর ক্ষমতার দাপটে হতবাক। কেউ সামনে না বললেও পিছনে বলে বেড়াচ্ছে আওয়ামীলীগ পন্থি হওয়ায় তাকে ভাওয়াল এস্টেট অফিস ও ভয় পায়। অনেকেই বলেন জেলা প্রশাসক এর সাথে তার খুব ভাল সর্ম্পকের কারণেই নিয়ম নীতির তোয়াক্কা না করে ভাওয়াল এস্টেট জায়গায় বহুতল ভবন নির্মাণে কেউ বাঁধা দিচ্ছে না। কোন লোকজন যদি এই ব্যাপারে কথা বলতে চায় সুদীপ বাবুর সাথে সে কথা না বলে রাতের বেলায় পুলিশ পাঠিয়ে শাসিয়ে দেয় ভয়ে কেউ মুখ খোলতে রাজি হয় না।


বিস্তারিত আসছে………।।

Leave a Reply

Top