You are here
Home > সারা বাংলা > জেলার খবর > ভাওয়ালবীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ৬৮তম জন্মদিন পালন করেছে মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগ।

ভাওয়ালবীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ৬৮তম জন্মদিন পালন করেছে মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগ।

পগর মাহমুদ সাগর :


জননন্দিত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি ৬৮ তম জন্মদিন।গত ২০০৪ সালে সেচ্ছাসেবকলীগের এক সম্মেলনে নয়াগাঁও স্কুল মাঠে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।গাজীপুর এই জনপ্রিয় নেতার জন্মদিন গাজীপুরবাসি ভাবগাম্ভীর্য ভাবে পালন।গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগ মহানগর দলীয় কায্যালয়ে মিলাদ মাহাফিলের আয়োজন করেন।উক্ত মিলাদে উপস্থিত ছিল মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহঃসভাপতি এ্যাড ওয়াজউদ্দিন মিয়া, মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি সনজিৎ মল্লিক বাবু, জয়দেবপুর থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী সাইফুল্লাহ শাওন,

কাজী আজিম উদ্দিন কলেজ ছাএলীগের সভাপতি মেহেদী হাসান নাহিদ আরো অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাওয়ালবীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি ছিলেন গনমানুষের নেতা।

Leave a Reply

Top