You are here
Home > প্রচ্ছদ > বৈরি আবহাওয়ার কারণে নৌ চলাচল বন্ধ ঘোষণা

বৈরি আবহাওয়ার কারণে নৌ চলাচল বন্ধ ঘোষণা

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে তিন নৌ-রুটসহ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডাব্লিউটিএর সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক শাহেদ রেজা জানান, সাগরে নিম্নচাপ ও ৩ নম্বর সংকেত থাকায় সকাল থেকেই বাতাসসহ বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টা থেকে ঢাকা- হাতিয়া, ঢাকা- বেতুয়া ও ঢাকা- রাঙাবালী নৌ- রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তিনি আরও জানান, সকাল থেকে ৬৫ ফিটের নিচের লঞ্চগুলো বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a Reply

Top