You are here
Home > সারা বাংলা > জেলার খবর > বেনাপোল সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১৭

বেনাপোল সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১৭


মোঃ আয়ুব হোসেন (পক্ষী), বেনাপোল/শার্শা উপজেলা প্রতিনিধি:-

অবৈধ প‌থে ভার‌তে পারাপারের সময় বেনাপোল সীমান্তে ২ ভারতীয় নাগরিকসহ ১৭ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পা‌রেনি বি‌জি‌বি সদস্যরা।
মঙ্গলবার রা‌তে পৃথক দুটি অভিযানে বেনাপোল সীমান্তের আবুশামের মোড় ও সাদিপুর বেলতলার মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, বেনাপোল সীমান্তে অবৈধ প‌থে বেশ কিছু নারী-পুরুষ সীমান্ত পারাপারের চেষ্টা করছে। এমন সময় সেখা‌নে অভিযান চালি‌য়ে ২ ভারতীয় নাগরিকসহ ১৭ বাংলা‌দে‌শি নারী-পুরুষকে আটক করা হয়।
এসময় পাচারকারীরা কৌশ‌লে পা‌লি‌য়ে যায়।
৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, আটক‌দের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলnা দিয়ে রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, আটককৃতদের বুধবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Top