You are here
Home > দূরনীতি ও অপরাধ > বেনাপোলে ৯টি স্বর্ণের বার উদ্ধার 

বেনাপোলে ৯টি স্বর্ণের বার উদ্ধার 

মো. আয়ুব হোসেন (পক্ষী), বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দর থানার পুটখালি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি স্বর্ণের বার (এক কেজি) উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার দুপুর ১২টার সময় স্বর্ণের বারগুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৪২ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি‘র পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, গোপন সংবাদে জানা যায়, পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবির একটি টহলদল সীমান্তের খলশী বটতলায় অভিযান চালায়। এ সময় কয়েকজন স্বর্ণ পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে এনে তার মধ্য তল্লাশি করে ৯টি সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টম হাউসের জমা দেয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Top