You are here
Home > সারা বাংলা > জেলার খবর > বেনাপোল বিপুল পরিমান আমেরিকা ডলার সহ আটক ১ ।

বেনাপোল বিপুল পরিমান আমেরিকা ডলার সহ আটক ১ ।

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধিঃ

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা শনিবার সকাল ৮টার সময় প্যাসেন্জার টার্মিনালে সামনে থেকে ২০ হাজার ২০০ শত আমেরিকান ডলার, ৭ হাজার ৫শত ভারতীয় রুপি, ১৮ হাজার বাংলাদেশী টাকা ও ৭টি দামী মোবাইল সেট সহ মোহাম্মদ হক (৫০)নামে এক পাচারকারীকে আটক করেছে ।সে গাজীপুর জেলার সদর থানার নিলনগর কালের ভিটা এলাকার ফজলুর এর ছেলে।আটক পাসপোর্ট যাত্রী পাসপোর্ট নাম্বার বিআর ০৭৫২০৩৯,

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম জানান,গোপন সংবাদে জানতে পারি এক পাসপোর্ট যাত্রী ভারত থেকে বিপুল পরিমান আমেরিকান ডলার ও ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশ কাস্টমস পার হয়ে প্যাসেন্জার টার্মিনালে সামনে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আবুল কাশেম,ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে আমেরিকা ডলার, ভারতীয় রুপি, বাংলাদেশী টাকা ও মোবাইল সহ তাকে আটক করেন । সব মিলে যার মূল্য প্রায় ২০লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

আইসিপি বিজিবি ক্যাম্পে আমেরিকা ডলার, ভারতীয় রুপি, বাংলাদেশ টাকা ও মোবাইল সহ মোহাম্মদ হক নামে একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ।

Leave a Reply

Top