You are here
Home > প্রচ্ছদ > বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি

বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন বিএনপি তাঁর সুচিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানিয়ে বলেন, ‘খালেদা জিয়াকে প্যারোলে নয়, আমরা তাঁর নিঃশর্ত মুক্তি চাই। যেন তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন। কারণ আমরা তাঁর স্বাস্থ্য নিয়ে শঙ্কায় আছি। তাঁকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। তিনি মুক্তি পেলে আমরাই তাঁর চিকিৎসার ব্যবস্থা করব।’

খালেদা জিয়ার চিকিৎসা কোন দেশে করাতে চান—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দাবি করছি, আগে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এরপর তিনি ও দল সিদ্ধান্ত নেবে, কোথায় তিনি যাবেন চিকিৎসার জন্য।’

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়।

গতকাল বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কারাগারে দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলেন বিএনপির মহাসচিব। কিন্তু পরে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে তাঁর অনুমতি বাতিল করা হয়।

এ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল খালেদা জিয়ার সঙ্গে আমার বিকেল ৩টায় সাক্ষাতের কথা ছিল। কিন্তু দুপুর দেড়টায় আমি যখন তাঁর সঙ্গে দেখা করতে রওনা হয়েছি, তখন চেয়ারপারসনের একান্ত সচিব আমাকে জানালেন তিনি অসুস্থ। ঢাকার সিভিল সার্জন তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করতে গেছেন। তাই আমার সাক্ষাৎ স্থগিত করা হয়েছে।’

‘দুঃখজনক বিষয় হচ্ছে, খালেদা জিয়ার কী ধরনের অসুস্থতা, তা আমরা জানতে পারিনি। সরকার বা কারা কর্তৃপক্ষ সে বিষয়ে আমাদের কিছুই জানায়নি,’ যোগ করেন বিএনপির মহাসচিব।

সরকার খালেদা জিয়াকে ‘অপসারণের হীন অপচেষ্টা’ করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এ জন্য তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করছে না বর্তমান আওয়ামী লীগ সরকার। আমরা বরাবরই তাঁর চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার সেটি করেনি। তিনি যেসব চিকিৎসকের পরামর্শ নিতেন, তাঁদেরও তাঁকে চিকিৎসাসেবা দিতে দেওয়া হয়নি।’

‘অপসারণ’ বলতে কী বোঝাচ্ছেন—জানতে চাইলে এর ব্যাখ্যায় মির্জা ফখরুল বলেন, ‘দেশে দেশে বিরোধী শক্তিকে অপসারণ করতে যে হীন চেষ্টা করা হয়, আমরা সেই আশঙ্কাই করছি। কারণ তিনি অসুস্থ, তাই তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করতে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে তিন দফা দাবিনামা তুলে ধরে বলা হয়, অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ব্যবস্থা করা এবং অবিলম্বে তাঁর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট সংবাদ জানাতে হবে।

Leave a Reply

Top