You are here
Home > প্রচ্ছদ > বিএনপি থাকলে নির্বাচনে হামলার আশঙ্কা কমবে: ওবায়দুল !!!!

বিএনপি থাকলে নির্বাচনে হামলার আশঙ্কা কমবে: ওবায়দুল !!!!

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি অংশ নিলে আগামী নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা কমে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জঙ্গি দমনে সরকারের অবস্থান বরাবর কঠোর বলে তিনি জানান।

আজ শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুরে হাজি ইদ্রিস জামে মসজিদের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

জঙ্গিরা নির্মূল হয়নি। তাঁদের আরও বড় হামলার প্রস্তুতি রয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার সারা দেশে সৌদি আরবের অনুকরণে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে একনেকে ২১ হাজার কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। এসব মসজিদ ইসলামি সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী ৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল কবির চৌধুরী, জেলা প্রশাসক বদরে মনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ প্রমুখ।

Leave a Reply

Top