You are here
Home > বিনোদন > বাহুবলী’র নায়ক প্রভাসের নতুন লুক!

বাহুবলী’র নায়ক প্রভাসের নতুন লুক!

বিনোদন ডেস্কঃ সম্প্রতি ‘বাহুবলী ২’-এর আকাশছোঁয়া সাফল্যের পর বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন প্রভাস। ছুটি কাটিয়ে ভারতে ফিরেছেন এক্কেবারে নতুন লুকে। বেশ কিছুটা ওজন ঝরিয়ে ফেলেছেন নায়ক। সোশ্যাল মিডিয়ায় নিউ লুকের প্রভাসের ছবি দেখে বেশ অবাক হয়েছেন অনুরাগীরা।

খান, কাপুর বা কুমারদের ক্লাব থেকে আলাদা হয়েও ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন প্রভাস। ‘বাহুবলী’র পর বিভিন্ন ছবির অফার, বিজ্ঞাপন এমনকি প্রচুর বিয়ের প্রোপোজালও পেয়েছেন তিনি। ছবির প্রয়োজনেই নাকি ওজন বাড়াতে হয়েছিল তাঁকে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এ বার নিজেকে আলাদা ভাবে প্রেজেন্ট করতে চাইছেন তিনি।

সম্প্রতি হেয়ার স্টাইলিস্ট হাকিম আলিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকেই ওয়েব দুনিয়ায় ছড়িয়েছে তার নতুন লুকের ছবি। আপাতত প্রভাস তার পরের ছবি ‘সাহো’র কাজ নিয়ে ব্যস্ত। নতুন করে নাকি হিন্দিও শিখছেন তিনি। গত পাঁচ বছর ধরে ‘বাহুবলী’ চরিত্রের মধ্যে ঢুকে ছিলেন তিনি। এবার সেটা থেকে বেরিয়ে আসাটাই প্রভাসের কাছে বড় চ্যালেঞ্জ। সূত্র: আনন্দবাজার।

Leave a Reply

Top