বাসন থানা ও ওয়ার্ড যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ প্রাকৃতিক দূর্যোগ এপ্রিল ১৮, ২০২০এপ্রিল ১৮, ২০২০0 গাজীপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী,গাজীপুর সিটি মেয়র, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ মোতাবেক ও গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক বৃন্দদের আদেশক্রমে বাসন থানা ও ১৮ নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে হত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় মাঠে শুক্রবার সকালে বাসন থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা কামাল আহমেদ মন্ডল ও ১৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তার সার্বিক ব্যবস্থাপনায় চাল,ডাল,আলু,পেয়াজ,লবন ও আটা বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষকলীগের দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির,১৮ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোঃ রশিদ সরকার ও যুবলীগ নেতা হান্নান প্রমূখ। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com