
ইমন খানঃ
গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানায় সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বাসন থানার অফিসার ইনর্চাজ মুক্তার হোসেন এর সভাপতিত্বে ১৬ নং ওয়ার্ডের দিঘির চালায় বিকাল ৪ টায় ঐ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাসন থানা ও সদর থানার সার্কেল এ এসপি আবু লাইস ইলিয়াস জিকু। আরো উপস্থিত ছিলেন,নগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব এস এম মোকছেদ আলম, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসা,নগর জাতীয় শ্রমিকলীগের ১ নং যুগ্ন আহবায়ক মোঃ কবির আহমেদ মন্ডল। আওয়ামীলীগ নেতা এ্যাডঃ রাজিবুল আলম রাখির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,গাজীপুর কাঁচা মাল আড়ৎদার মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুস সোবাহান,আওয়ামীলীগ নেতা এ্যাডঃ আব্দুল মালেক প্রমূখ। মাদক বিরোধী উঠান বৈঠকে বক্তারা বলেন,যারা মাদক সেবক করে ও বিক্রি করে তারা উভয়ে অপরাধী,তাই তারা যতই শক্তিশালী হউক তাদের পরিনতি মৃত্যু,তাই সকল কে মাদক থেকে দুরে থাকতে হবে। মাদক ঘর,সমাজ ও দেশ ধ্বংস করে, তাই মাননীয় প্রধানমন্ত্রী মাদকের সাথে যারা সরাসরি জড়িত তাদের কে মৃত্যু দন্ড আইন করে তা পাশ হয়েছে। এখনিই সময় আপনার এলাকা সমাজ ও পরিবারকে মাদকের হাত থেকে বাচান।