You are here
Home > বিনোদন > বাল্যবিয়ে বন্ধে জান্নাতুল নাঈম এভ্রিলের ফাউন্ডেশন গঠন

বাল্যবিয়ে বন্ধে জান্নাতুল নাঈম এভ্রিলের ফাউন্ডেশন গঠন

গত বুধবার ফেসবুক লাইভে এসে বাল্যবিয়ে বন্ধে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন সদ্য ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মুকুট হারানো জান্নাতুল নাঈম এভ্রিল। এবার তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য গড়ে তুলেছেন ‘এভ্রিল ফান্ড’ নামে একটি চ্যারিটি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির জন্য ইতোমধ্যে একটি টিমও গঠন করেছেন এভ্রিল। সারা দেশে বাল্যবিয়ে বন্ধে কাজ করবে তার সংগঠনটি।

এ ব্যাপারে এভ্রিলের ভাষ্য, ‘একটি ভুলের জন্য মানুষকে অনেক কিছু হারাতে হয়। যেটা আমি টের পাচ্ছি। তাই বাল্য বিয়ে বন্ধ করতে চ্যারিটি ফাউন্ডেশন করেছি। গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতন করবে আমার সংগঠনটি।

মাফিয়া গার্ল আরও বলেন, ‘শুধু বাল্য বিয়েই নয়, নারীর ক্ষমতায়নেও কাজ করবে আমার সংগঠন। এ জন্য আমার আয়ের ৭৫ ভাগই চ্যারিটি ফাউন্ডেশনে দেব। সারা দেশে ভলান্টিয়ার থাকবে নারীরা। তারা অবহেলিত, নির্যাতিত নারীর পাশে দাঁড়াবেন। সমাজের বেশ কিছু বিত্তশালী মানুষও আমার এই ফান্ডের সঙ্গে থাকবেন।

মুকুট হারানোর পর সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর প্রচুর অফার পাচ্ছেন বলেও জানিয়েছেন এ সুন্দরী। তবে এখনই নয়। সিদ্ধান্ত নিতে আগামী এক মাস সময় নিয়েছেন তিনি। এরপরই পুরোদমে শোবিজে যাত্রা শুরু করবেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১১ মার্চ চন্দনাইশ পৌর এলাকার বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী মোহাম্মদ মুনজুর উদ্দিনের সঙ্গে বিয়ে হয় জান্নাতুল নাইমের। মাস দুয়েক পর তাদের বিচ্ছেদ হয়। ওই বছরের ১১ জুন তালাকনামায় জান্নাতুলের স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। একই উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়নের সেরন্দি গ্রামের রাউলিবাগে জান্নাতুল নাঈম এভ্রিলের বাড়ি। তবে জান্নাতুল নাইম দাবি করে আসছেন, তার বাবা তাকে জোর করে বাল্যবিয়ে দিয়েছিলন। এক দিনের জন্যও স্বামীর ঘরে যাননি তিনি।

এই বিয়ের তথ্য গোপন করে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় নাম লেখান তিনি। হয়ে যান চ্যাম্পিয়ন। কিন্তু পরে বিয়ের খবর ফাঁস হলে কেড়ে নেয়া হয় তার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট। এর পর গত বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংশোধিত রায়ে নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়। তিনি চীনে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

Leave a Reply

Top