You are here
Home > অর্থনীতি > বাড্ডায় অগ্নিকাণ্ডে এক ফার্মেসীসহ পাঁচটি দোকানঘর পুড়ে ছাই

বাড্ডায় অগ্নিকাণ্ডে এক ফার্মেসীসহ পাঁচটি দোকানঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বাড্ডায় অগ্নিকাণ্ডে দুইটি ওষুধের ফার্মেসিসহ পাঁচটি দোকান ও টিন শেডের কয়েকটি বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে উত্তর বাড্ডার খান মসজিদের দণি পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা বলছেন, এই ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আশপাশের কয়েকটি দোকান পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত জননী ফার্মেসির মালিক ডাঃ বেলাল হোসাইন বলেন, আমার সহায়-সম্বল বলতে যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। আমার ফার্মেসিতে ১৫ লাখ টাকার মালামাল ছিল, আগুনে সব পুড়ে গেছে। কিছুই বের করতে পারিনি। তিনি জানান, আগুনে মমিন ফার্মেসি, এ টু জেড ইলেকট্রনিক্স, খালেদা জেনারেল স্টোর নামে একটি বড় মুদিদোকান ও একটি লন্ড্রি পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া দোকানগুলোর পেছনে থাকা কয়েকটি টিন শেডের বসতঘরও পুড়ে গেছে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Top