বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রিদু আর নাই খেলাধুলা শোক সংবাদ সেপ্টেম্বর ১১, ২০২১ফেব্রুয়ারি ২১, ২০২২0 Live News BD, The Most Read Bangla Newspaper বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেদয়ানউল ইসলাম রিদু (৩৮) আর নেই। শনিবার সকাল ৬ টার দিকে যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় ট্রাকের সাথে মটর সাইকেলের সংর্ঘষে সে নিহত হয়েছে। অত্যন্ত বিনয়ী ও প্রতিভাবান ক্রিকেটার ছিলেন তিনি। বাগেরহাট জেলা ক্রিকেট দলের দীর্ঘ দিনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ, ক্লাবে সুনামের সাথে ক্রিকেট খেলেছেন। গত কয়েক বছর আগে ক্রিকেটার রিদু নিজ বাড়ি বাদেকাড়াপাড়া এলাকার সন্নিকটে বাগেরহাট দশানী সার্কিট হাউস মোড়ে একটি বড় ডিপাটমেন্টাল ষ্টোর পরিচালনা করে আসছিল। এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি।শনিবার সকালে ডিপাটমেন্টার স্টোরের জন্য যাত্রাপুর এলাকায় মটর সাইকেল যোগে কলা কিনতে গিয়েছিলেন। সেখানে যাবার পথে যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় বাদামতলা এলাকায় ঘাতক ট্রাক তার প্রান কেড়ে নেয়। দূঘটনার পর গম বোঝাই ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। তবে ট্রাকের চালক নিজেই অন্যদের সহযোগীতায় রিদুকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালের ইমারজেন্সেতি ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেও তাকে বাচাতে পারেনি। তার মাথায় ও বুকে জখম রয়েছে। বাগেরহাট জেলা দলের সাবেক এই ক্রিকেটার রেদয়ানউর ইসলাম রিদুর মৃত্যুর খবর শুনে ক্রীড়াঙ্গন ও তার সতীর্থরা হাসপাতাল মর্গে ছুটে যান। তার মৃত্যুতে বাগেরহাটের ক্রীড়া প্রেমী ও সাধারন মানুষের মাঝে শোকের শোকের ছায়া নেমে আসে। এ দিকে তার মৃত্যুতে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান সহ ক্রীড়া সংস্থার সকল নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। বাগেরহাট জেলা দলের ক্রিকেট কোচ শংকর পাল জানান, সকাল ৬টার দিকে রিদু মটর সাইকেট দুর্ঘটনায় মারা যান। তিনি বলেন তার হাতে গড়া রিদু ছিলেন তার সকল ক্রিকেটারের মধ্যে অন্যতম। বাগেরহাট ক্রিকেটাস ক্লাব ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহনের মধ্য দিয়ে তার জেলা পর্যায়ের খেলায় ব্যাপক পরিচিতি হয়। পরে উন্মোচন ক্লাবে এবং সর্বশেষ ঢাকার পারটেক্স্র ক্লাবে ১ম বিভাগ ক্রিকেট লীগে রিদু খেলোয়াড় ছিল।বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ হায়দার আলী বাবু বলেন, বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেই এই ক্রিকেটার রিদু অতন্ত্য প্ররিছন্ন খেলোয়াড়। তার মুতৃ্যতে বাগেরহাট জেলা ক্রিকেটের অনেক ক্ষতি হলো। প্রতি বছর বাগেরহাট জেলা দল গঠনে তার ভুমিকা ছিল প্রশংসনীয়। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি খাদে পরো রয়েছে। আমরা ট্রাকটিকে জব্দ করার ব্যবস্থা করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com