You are here
Home > সারা বাংলা > জেলার খবর > বাগেরহাট চিতলমারীতে যুবক খুন

বাগেরহাট চিতলমারীতে যুবক খুন

সৈয়দ ওবায়দুল হোসেন, বাগেরহাট 

বাগেরহাটের চিতলমারীতে ক্রাম খেলাকে কেন্দ্র করে শহীদ শেখ [৪০] নামের এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া চর পাড়া এলাকায় ক্রাম খেলার এক পর্যায়ে কথা কাটাকাটির সময় ডান উরুতে প্রতি পক্ষের ধারালো দায়ের কোপের আঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণে এই হত্যা কান্ড হয় বলে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক জানান। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল ইসলাম মুঠফোনে এই হত্যা কান্ডের কথা নিশ্চিত করেছেন। নিহতের লাশ চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স থেকে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে । নিহত শহীদ শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া চরপাড়া গ্রামের ফায়জুল শেখের পুত্র।

Leave a Reply

Top