You are here
Home > সারা বাংলা > জেলার খবর > বাগেরহাটে শীতার্থদের মাঝে কম্বল বিতারন

বাগেরহাটে শীতার্থদের মাঝে কম্বল বিতারন


সৈয়দ ওবায়দুল হোসেন, বাগেরহাট :


বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর পক্ষে অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে ৫ শাতাধিক কম্বল বিতারন করা হয়েছে।

শুক্রবার বিকালে বাগেরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের খারদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে এ কম্বল বিতারন করা হয়। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার আবু সাইদের সভাপতিত্বে ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক তালুকদারের পরিচালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করেন অধ্যাপক খান সালহে আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, প্রক্তন প্রধান শিক্ষক সরদার মোজাহার আলী, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সরদার আনসার আলী, জেলা আওয়ামী লীগ নেতা শেখ সেলিম রেজা, পিসি কলেজের সাবেক ভিপি সরদার নাসির উদ্দিন লনি, বিশিষ্ট সমাজ সেবক খান রুস্তুম আলী, ফকির ওমর আলী, মহাদেব সাহা, শেখ রফিকুল ইসলাম মুকুল। অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক তালুকদার তার ওয়ার্ডে অসহায় শীতার্থদের কম্বল দেওয়ার জন্য শেখ সারহান নাসের তন্ময়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান পূর্বে কোরআন তিলওয়াত করেন মাওলানা মো. মোদাচ্ছির ইসলাম।

Leave a Reply

Top