বাগেরহাটে পুলিশ সেবা সপ্তাহে বর্ণাঢ্য র্যালী জাতীয় জেলার খবর প্রচ্ছদ জানুয়ারি ২৭, ২০১৯জানুয়ারি ২৮, ২০১৯2 সৈয়দ ওবায়দুল হোসেন বাগেরহাট প্রতিনিধি পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশের আয়োজনে বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের নেতৃত্বে র্যালীতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল হক, সিভিল সার্জন ডা. জি,কে,এম সামসুজ্জামান, জেলা কমিউনিটি পুলিশিং কমিরি সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ বশিরুল ইসলাম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিনসহ জেলায় কর্মরত পুলিশ সদস্য ও জেলা কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ নেন। পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় পুলিশের সেবা সম্পর্কিত বিভিন্ন প্লাকার্ড, প্যানা ও পোস্টার লাগানো হয়েছে। সেবা সপ্তাহ উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশ সাত দিনের বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com