You are here
Home > সারা বাংলা > জেলার খবর > বাগেরহাটে জনশুমারি ও গৃহগননার অবহিতকরন সভা

বাগেরহাটে জনশুমারি ও গৃহগননার অবহিতকরন সভা

সৈয়দ ওবায়দুল হোসেন, বাগেরহাট :

বাগেরহাটে জনশুমারি ও গৃহগননার অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক এর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে শুমারীর প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। এরপর এ বিষয়ে আলোচনায় অংশ গ্রহন করেন পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সুরঞ্জিত কুমার ঘোষ। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ আঃ গনি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. লুৎফর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, পরিবার পরিকল্পন বিভাগের ্উপপরিচালক শেখ মেহাম্মাদ আদম প্রমুখ। আগামী অক্টোবর মাসের শেষ একযোগে দেশের সর্বত্র এ শুমারি অনুষ্ঠিত হবে বলে সভায় জানাননো হয়।

Top