You are here
Home > সারা বাংলা > জেলার খবর > বাগেরহাটে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি

বাগেরহাটে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি


সৈয়দ ওবায়দুল হোসেন, বাগেরহাট :


বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে “ এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল।
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। মুখ্য আলোচক ছিলেন বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন। আলোচনায় অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা মোল্লা আব্দুল হাকিম, উপ- পরিচালক জেলা তথ্য অফিস মোহাম্মদ মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিত শিকদার। অনুষ্ঠান শুরুর পুর্বে শিক্ষাথর্ীদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘ আমাদের বঙ্গবন্ধু ’ চলচ্চিত্র টি দেখানো হয়।

Top